কালকে আমি আপনাকে একটা প্রশ্নে বলেছিলাম যে,,
"""আমার এখনো বিয়ে হয়নি কয়দিন পর এক মেয়ের সাথে বিয়ে।কাল রাতে আমি তালাক এর মাসালা পড়ার পর হটাথ মনে হতে লাগলো যে,আমি আমার হবু স্ত্রি কে শর্ত যুক্ত তালাক দিয়েছি কিনা বা এরকম কিছু বলেছি কিনা যে,"আমার ওর সাথে বিয়ে হলে তালাক হয়ে যাবে",আমার ওর সাথে বিয়ে হলেই তালাক।।এগুলা বলেছি কিনা মনে করার জন্য বাক্য গুলো বারবার বলছিলাম আর মিলাচ্চছিলাম যে এরকম কিছু বলেছি কিনা কখনো।এখন আমি মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম কি করিনি আমমার সেটাও মনে নাই।আমার একটু ও খেয়াল আসছে না যে আমি মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম কি করিনি।এটা নিয়ে অনেক টেন্সন এ আছি।আমার তালাক দেয়ার কোনো উদ্দেশ্য ই ছিলো না আমি শুধু আমার মনের সন্দেহ দুর করার জন্য এরকম বলেছি।এখন এটা নিয়ে অনেক চিন্তিত আছি"।
এখন আপনি এই প্রশ্নের উত্তর এ বলেছিলেন যে যেহেতু সন্ধেহে আছি তাই তালাক পতিত হবেনা।আলহামদুলিল্লাহ।
||তো আমার প্রশ্ন এখন এটা যে আমি বাক্য গুলা উচ্চারণ করেছিলাম কি করিনি আমার মনে নেই কিন্তু আমি তো এগুলা যদি উচ্চারণ করেও থাকি আমি তো আগে এরকম কিছু বলেছিলাম কিনা বা আমার মুখ দিয়ে এরকম কিছু বের হয়েছে কিনা সেটা বুঝার জন্য বলতেছিলাম এখেত্র তো আমার নিয়ত ছিলো আগে বলছি কিনা এরকম কথা সেটা বের করক,তালাক এর কোনো উদ্দেশ্য ই ছিলো না তো এর জন্য ও তো তালাক টা পতিত হওয়ার কথা না তাইকি?
বি:দ্র:আমি জানার জন্য জিজ্ঞেস করেছি এটা ঠিক যে আমার মনে নাই উচ্চারণ করেছি কি করিনি।কিন্তু এখানে আমার প্রশ্ন টা আলাদা যেটা উপরে বলেছি,আল্লাহ আমার নিয়ত জানতোই আর এটাও জানতো যে আমি বাক্য গুলা বলেছিলাম শুধু আগে এরকম কখনো বলছি কিনা সেটা বুঝার জন্য ।আশা করি বুঝসেন ,বিস্তারিত বলবেন।।