আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আমার একটা বিষয় জানার ছিল,লাইফ ইন্সুরেন্স করা কি
জায়েজ?কারন লাইফ ইন্সুরেন্স একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়,যদি এই নির্দিষ্ট সময়ের আগে ইন্সুরেন্স গ্রহিতার কিছু হয়ে যায় তাহলে ইন্সুরেন্স কোম্পানি গ্রহিতার পরিবারকে যত টাকার ইন্সুরেন্স করা ছিল তার সবটাই প্রদান করেন।
যেহেতু নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্সুরেন্স গ্রহিতা কোম্পানিকে টাকা টা জমা দিতে পারেন নাই তবুও সবটা টাকা পাচ্ছেন সেই ক্ষেত্রে টাকা টা কি হালাল হচ্ছে?বা নেওয়া জায়েজ হবে?রেফারেন্স সহ জানাবেন উস্তাদ ইনশাআল্লাহ
বিষয়টা জানা খুব জরুরি,যদিও আমি হয়ত ঠিকভাবে বুঝাতে পারিনি।মূলত আমি ইন্সুরেন্স করা জায়েজ কি না এইটাই জানতে চাচ্ছি,তা যেকোনো পরিস্থিতেই হোক
জাঝাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ