দ্বীনি জ্ঞানার্জন প্রত্যেক মুসলমানের উপর আবশ্যকীয়।
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلى كُلِّ مُسْلِمٍ
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘ইলম বা জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরয।
(সহীহ। ইবনু মাজাহ্ ২২৪, সহীহুল জামি‘ ৩৯১৩, য‘ঈফুল জামি‘ ৩৬২৬, বায়হাক্বী ১৫৪৪,মিশকাত ২১৮)
,
ফাতাওয়ায়ে শামীতে আছে
وَفَرْضٌ عَلَى كُلِّ مُكَلَّفٍ وَمُكَلَّفَةٍ بَعْدَ تَعَلُّمِهِ عِلْمَ الدِّينِ وَالْهِدَايَةِ تَعَلُّمُ عِلْمِ الْوُضُوءِ وَالْغُسْلِ وَالصَّلَاةِ وَالصَّوْمِ، وَعِلْمِ الزَّكَاةِ لِمَنْ لَهُ نِصَابٌ، وَالْحَجِّ لِمَنْ وَجَبَ عَلَيْهِ وَالْبُيُوعِ عَلَى التُّجَّارِ لِيَحْتَرِزُوا عَنْ الشُّبُهَاتِ وَالْمَكْرُوهَاتِ فِي سَائِرِ الْمُعَامَلَاتِ. وَكَذَا أَهْلُ الْحِرَفِ،
প্রত্যেক মুকাল্লাফ-মুকাল্লাফাহ(আক্বেল-বালেগ নর-নারী)এর উপর দ্বীনের প্রয়োজনীয় জ্ঞানার্জনের পর ফরয হচ্ছে,ওজু,গোসল,নামায এবং রোযা,এর জ্ঞান অর্জন করা।
এবং নেসাবপ্রাপ্ত মালের মালিকের উপর যাকাতের জ্ঞান অর্জন করা।
এবং যার উপর হজ্ব ফরয,তার জন্য হজ্বের বিধি-বিধান অর্জন করা।
এবং ব্যবসায়ীদের উপর ব্যবসা সম্পর্কিত জ্ঞান অর্জন করা।এজন্য ফরয,যাতে তারা উক্ত বিষয় সম্পর্কিত বিভিন্ন অস্পষ্টতা,সন্দেহ ও অপছন্দনীয় দিবসসমূহ থেকে অনায়াস বেছে থাকতে পারে। ঠিক তেমনি ভাবে পেশাজীবীদের জন্য সংশ্লিষ্ট পেশা সম্পর্কে জ্ঞানার্জন করা ফরয।
★সু-প্রিয় দ্বীনি বোন,
জীবনে শরীয়তের বিধান মেনে চলতে গেলে সর্বদায় অনেক ক্ষেত্রে মাসয়ালা জানার প্রয়োজন হয়।
ফতোয়ার অসংখ্য কিতাব অধ্যায়নের পরেও অনেক মাসয়ালার সমাধান খুজে পাওয়া মুশকিল হয়।
অফলাইনে মুফতী সাহেবদের নিকটে গিয়ে মাসয়ালা জানাও সকলের জন্য সব সময় হয়ে উঠেনা।
,
তাই iom এই ওয়েবসাইট তৈরী করে এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য শরীয়তের বিভিন্ন মাসয়ালা জানার একটি প্লাটফর্ম তৈরী করেছে।
যেটি বিজ্ঞ মুফতী সাহেবদের টিম দ্বারা পরিচালিত।
,
তাই পরামর্শ থাকবে,আমাদের সাথেই থাকবেন।
,
★সু-প্রিয় দ্বীনি বোন,
যদি সমস্য হয়,তাহলে লগ আউট করতে পারেন।
অথবা iom এর ফেসবুক পেইজ এ মেসেজ করে/অফিস নাম্বারে ফোন করে কর্তৃপক্ষকে সমস্যা জানাতে পারেন।
পূর্ণ সমাধান মিলবে,ইনশাআল্লাহ।