আসসালামু আলাইকুম শাইখ। কয়েকটি প্রশ্ন -
১)// حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ أَفْلَحَ مَنْ كَفَّ يَدَهُ ‏"‏ ‏.‏
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আরববাসীদের জন্য আফসোস! কেননা তাদের উপর অকল্যাণ ঘনিয়ে এসেছে। যে ব্যক্তি তা হতে হাত গুটিয়ে রাখবে, সে সফল হবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৪৯
হাদিসের মান: সহিহ হাদিস //
শাইখ এখানে হাদীস টার অর্থ কি? হাদিসটা কি আক্ষরিক অর্থে গ্রহণ করা যাবে? নাকি এর ভিন্য কোনো প্রেক্ষাপট আছে? দয়া করে হাদিসটা ব্যাক্ষা করবেন।
২) বর্তমানে আমরা দেখছি যে, সৌদি আরব তাবলীগ জামাআত কে ban করেছে, কিন্তু রীতিমত জাস্টিন বাইবার, সালমান খান সহ আরো নানা শয়তানি কনসার্ট চলছে। ৭ ডিসেম্বর জাস্টিন বাইবার এর কনসার্ট এ সেখানে একটা পর্যায়ে ৭০০০০+ মানুষকে একটা গান পারফর্ম করে মাতিয়েছিল, যার লিরিক্স এ একটা পর্যায়ে ছিল, "God is a DJ"। তো এমন অপকর্ম গুলো যদি আমরা জাস্ট একটা নিউজ হিসেবে প্রচার করি, জনগণকে সচেতন করার উদ্দেশ্যে, তাহলে এটা কি গুনাহ এর কোনো কারণ হবে, যেহেতু আমরা জানি, "সালাফদের মানহাজ ছিল, শাসকের সমালোচনা না করা"।
[বি:দ্রঃ শাসককে গালি দেয়া সমর্থন করছিনা, শুধু নিউজ গুলো যেহেতু অলরেডী পাবলিক, সেগুলো আরো প্রচার করে মানুষকে সচেতন করলে কি সালাফদের মানহাজ থেকে বের হয়ে যাবো?]
৩) মুসলিম শাসকের সমালোচনা কি কোনো অবস্থাতেই করা জায়েজ নেই? যতো বড়ো ইসলাম বিরোধী কাজ ই করুক না কেনো সে?
যদি শর্ত সাপেক্ষে সমালোচনা করা, বৈধ হয়, তাহলে দলীল সহ বলবেন kindly।
৪) তাবলীগ জামাআত ভাইদের কিতাবে কিছু সনদবিহীন কারামত এর কথা উল্লেখ আছে, যেগুলো কিছুটা শিরক টাইপ। আর এই ধরনের বই তারা নিয়মিত চর্চা করে থাকেন।
এখন তাদের কিতাবে এমন ঘটনা থাকায় এবং এমন জিনিস চর্চা করায়, "তাদের আকীদায় শিরক আছে" এমন মন্তব্য করা কি সমীচীন হবে?
উত্তর গুলো আলাদা আলাদা দিলে উপকৃত হব, ইন শা আল্লাহ্।জাযাকাল্লাহু খাইরান শাইখ।