আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।
নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে।
আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে দ্রুত বিবাহই আপনার জন্য সমাধান।
তবে যেহেতু বিবাহ হতে দেড়ি হচ্ছে,আপনার পরিবারও আপনাকে সাপোর্ট করছেনা,বাবার হারাম রুযি খেয়েই চলতে হচ্ছে,সবদিক বিবেচনা করে আপনি বিবাহের চেষ্টা চালানোর পাশাপাশি প্রাইমারি স্কুলে চাকুরী করতে পারেন।
পরিপূর্ণ পর্দা করে (নেকাব আটিকিয়ে) ঘর থেকে বের হবেন।
পরিপূর্ণ পর্দা করেই প্রাইমারি স্কুলে চাকুরী করবেন।
পুরুষ সহকর্মীদের সাথে পর্দার আড়ালে থেকে কথা বলবেন।
বিশেষ প্রয়োজনীয় কথা ছাড়া অনার্থক কথা বলা যাবেনা।
তাহলে এটি জায়েজ হবে,নতুবা জায়েজ হবেনা।
নারীদের চাকুরী করার শর্ত সমূহ বিস্তারিত জানুনঃ