আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
158 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।

১)এ ধরণের ইসলামিক ভিডিও দেখা বা শেয়ার করা যাবে কি?
♦️
https://fb.watch/9OsKHRtu-5/

♦️https://www.facebook.com/BanglaFreeQuranEducation/videos/594796131064824/

ভিডিও দেখে বলবেন প্লিজ। যেহেতু এগুলো সহজবোধ্য এবং মানুষের চোখ মুখ গুলোও আরবি হরফ দিয়ে করা।এগুলো দেখতে পারি

২)পরীক্ষার হলে মুখ, হাত, কান খোলা নিয়ে আমার এক বোন আপনাদের  দেয়া ফতোয়ার মতবিরোধ জানিয়েছে। ওর মতে আবু ত্বহা আদনানের কথাটি যৌক্তিক।যেটি হলো"ধরুন আপনি বিসিএস পরীক্ষা দিতে গিয়েছেন।মুখ খুলতে বললো।পরীক্ষার হলে খাতা ছিড়ে চলে আসাটাই ইমান!"

আমি ওর প্রতিতুত্তরে বলেছি যে শরীয়তের বিধান তো আবেগ দিয়ে হয় না।ও পরে বলেছে যে ইসলাম নারীকে এমন কোনো দায়িত্ব দেয় নি যে পর্দা নষ্ট করে পরীক্ষা দিতে হবে।

আবার বলেছিলাম যে হয়তো এমন কোনো ফতোয়া আছে।শরীয়তের জরুরত বলেও তো কথা আছে।কিন্তু ও ওর কথায় অটল।আপনাদের ফতোয়া ওর ভুল মনে হচ্ছে।
⭕এক্ষেত্রে আমি কিভাবে ওকে বুঝাতে পারি।আপনাদের এ বিষয়ে ফতোয়ার রেফারেন্স কি।আবু ত্বহার বক্তব্য কি সঠিক?

বিস্তারিত বুঝিয়ে বলবেন প্লিজ।
৩)কেউ জন্মদিনে উইশ করলে তাকে ধন্যবাদ বলা যাবে।নাকি কিছুই বলা যাবে না?
জাযাকাল্লাহ খায়ের

1 Answer

0 votes
by (58,830 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://ifatwa.info/2020/ নং ফাতওয়াতে আমরা উল্লেখ করেছি যে, হ্যাঁ এই কার্টুনও  ঐ ছবি তোলার বিধানের মতই।

মোবাইলে ছবি তোলা নিয়ে যেমন উলামায়ে কেরামদের  মতভেদ আছে। এইসব ডিজিটাল ডিভাইসে কার্টুন বানানো নিয়েও মতভেদ রয়েছে। চাই সেটা ভিডিও কার্টুন হোক বা ,স্থির কার্টুন হোক। যেখানে কার্টুনের হাত,পা,চোখ,নাক,মুখ সবই থাকে। তবে এসব ছবি যদি বের করা হয়,তাহলে সকলের মতেই এটা স্পষ্ট হারাম।

রাসুল সাঃ বলেন

 حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ ".

আবদুল্লাহ ইবনু ‘উমার হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যারা এ জাতীয় প্রাণীর) ছবি তৈরী করে, ক্বিয়ামাতের দিন তাদের শাস্তি দেয়া হবে। তাদের বলা হবেঃ তোমরা যা বানিয়েছিলে তাতে জীবন দাও। [৭৫৫৮; মুসলিম ৩৭/২৬, হাঃ ২১০৮]  ইসলামিক ফাউন্ডেশন- ৫৪১৪)

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، قَالَ كُنَّا مَعَ مَسْرُوقٍ فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ ".

মুসলিম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার) মাসরূকের সাথে ইয়াসার ইবনু নুমাইরের ঘরে ছিলাম। মাসরূক ইয়াসারের ঘরের আঙিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেনঃ আমি ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ থেকে শুনেছি এবং তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন যে, ক্বিয়ামাতের দিন) মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে।[মুসলিম ৩৭/২৬, হাঃ ২১০৯, আহমাদ ৩৫৫৮] ইসলামিক ফাউন্ডেশন- ৫৪১৩)

কার্টুন দেখা যাবে কি-না -এটি কার্টুনের ধরনের উপর নির্ভর করবে। কার্টুনে কোন অশ্লীলতা এবং ইসলাম ও আক্বীদা বিরোধী কোন কথা ও কাজ না থাকলে তা দেখা যেতে পারে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২/২৮০, ১২/২৭৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

১.প্রশ্নেল্লিখিত কার্টুন দেখা জায়েয হবে না। কারণ, এতে নারীর ছবি রয়েছে। আর আমরা পূর্বেই জেনে এসেছি যে, নারীর ছবিযক্ত কার্টু্ন হলে তাহা নাজায়েজ হবে।

২. তাক্বওয়ার দৃষ্টিকোন থেকে মূলত মুখ না খোলারই হুকুম। তবে আমরা জরুরতের ভিত্তিতে শর্তসাপেক্ষে রখসতের কথা বলেছি। রেফারেন্সসহ বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ifatwa.info/30038/

https://ifatwa.info/30017/?show=30017#q30017

৩. জন্ম দিন পালন করা জায়েজ নেই। তাই এর থেকে বিরত থাকা চায়। তবে প্রশ্নেল্লিখিত ছুরতে জন্মদিনকে কেন্দ্র করে কেউ স্পেশ্যালি কোন গিফট দিলে পারত পক্ষে তা ব্যবহার করা থেকে বিরত থাকাই উচিত। সাধারণ ভাবে উইশকারীকে ধন্যবাদ দেওয়া যেতে পারে তবে জন্মদিন উপলক্ষে তার উইশ পেয়ে খুব বেশী আনন্দিত হয়ে তাকে সাধুবাদ জানানো মোটেও উচিত হবে  না। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ifatwa.info/31714/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...