بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/2020/ নং ফাতওয়াতে আমরা উল্লেখ
করেছি যে, হ্যাঁ এই কার্টুনও ঐ ছবি তোলার বিধানের মতই।
মোবাইলে ছবি তোলা নিয়ে যেমন উলামায়ে কেরামদের মতভেদ আছে। এইসব ডিজিটাল ডিভাইসে কার্টুন বানানো
নিয়েও মতভেদ রয়েছে। চাই সেটা ভিডিও কার্টুন হোক বা ,স্থির কার্টুন হোক। যেখানে কার্টুনের হাত,পা,চোখ,নাক,মুখ সবই থাকে। তবে এসব ছবি যদি বের করা হয়,তাহলে সকলের
মতেই এটা স্পষ্ট হারাম।
রাসুল সাঃ বলেন
حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ
اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ
أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ
الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ
لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ ".
আবদুল্লাহ ইবনু ‘উমার হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেনঃ যারা এ জাতীয় প্রাণীর) ছবি তৈরী করে, ক্বিয়ামাতের দিন
তাদের শাস্তি দেয়া হবে। তাদের বলা হবেঃ তোমরা যা বানিয়েছিলে তাতে জীবন দাও। [৭৫৫৮;
মুসলিম ৩৭/২৬, হাঃ ২১০৮] ইসলামিক ফাউন্ডেশন- ৫৪১৪)
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ،
حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، قَالَ كُنَّا مَعَ
مَسْرُوقٍ فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ
فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم
يَقُولُ " إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ
الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ ".
মুসলিম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার) মাসরূকের সাথে ইয়াসার ইবনু নুমাইরের
ঘরে ছিলাম। মাসরূক ইয়াসারের ঘরের আঙিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেনঃ আমি ‘আবদুল্লাহ
ইবনু মাস‘ঊদ থেকে শুনেছি এবং তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন
যে, ক্বিয়ামাতের দিন) মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে
তাদের, যারা ছবি তৈরি করে।[মুসলিম ৩৭/২৬, হাঃ ২১০৯, আহমাদ ৩৫৫৮] ইসলামিক ফাউন্ডেশন- ৫৪১৩)
কার্টুন দেখা যাবে কি-না -এটি কার্টুনের ধরনের উপর নির্ভর করবে।
কার্টুনে কোন অশ্লীলতা এবং ইসলাম ও আক্বীদা বিরোধী কোন কথা ও কাজ না থাকলে তা দেখা
যেতে পারে (উছায়মীন, মাজমূ‘
ফাতাওয়া ২/২৮০, ১২/২৭৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১.প্রশ্নেল্লিখিত কার্টুন দেখা জায়েয হবে না। কারণ, এতে নারীর
ছবি রয়েছে। আর আমরা পূর্বেই জেনে এসেছি যে, নারীর ছবিযক্ত কার্টু্ন হলে তাহা নাজায়েজ হবে।
২. তাক্বওয়ার দৃষ্টিকোন থেকে মূলত মুখ না খোলারই হুকুম। তবে
আমরা জরুরতের ভিত্তিতে শর্তসাপেক্ষে রখসতের কথা বলেছি। রেফারেন্সসহ বিস্তারিত জানতে
ভিজিট করুন: https://ifatwa.info/30038/
https://ifatwa.info/30017/?show=30017#q30017
৩. জন্ম দিন পালন করা জায়েজ নেই। তাই এর থেকে বিরত থাকা চায়।
তবে প্রশ্নেল্লিখিত ছুরতে
জন্মদিনকে কেন্দ্র করে কেউ স্পেশ্যালি কোন গিফট দিলে পারত পক্ষে তা ব্যবহার করা থেকে
বিরত থাকাই উচিত। সাধারণ ভাবে উইশকারীকে ধন্যবাদ দেওয়া যেতে পারে তবে জন্মদিন উপলক্ষে
তার উইশ পেয়ে খুব বেশী আনন্দিত হয়ে তাকে সাধুবাদ জানানো মোটেও উচিত হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ifatwa.info/31714/