আস সালামু আলাইকুম,
একা একা যেসব নামাজ পড়া হয় সেসব নামাজে হালকা মৃদু শব্দে (যা শুধুমাত্র নিজের কানে আসে) এমন শব্দে তিলাওয়াত, রুকু সিজদাহর তাসবীহ, তাশাহুদ, দরুদ, মাছুরা পড়া যাবে কি?
এতে করে সুন্দর করে কিরাত,তাসবীহ, দরুদ ইত্যাদি পড়তে ইচ্ছা হয়। যেহেতু নিজের কানে আসে তাই।
আর চুপে চুপে পড়লে সুন্দর করার ইচ্ছা হয় না, শুধুমাত্র যেভাবে ইচ্ছা সেভাবে পড়ে যাই।
আর হালকা মৃদু শব্দে পড়লে যেহেতু নিজের কানে আসে তাই মনে হয় আরো কত সুন্দরভাবে তিলাওয়াত, রুকু সিজদাহর তাসবীহ, তাশাহুদ, দরুদ, মাছুরা পড়া যায়, যেহেতু আল্লাহ শুনছেন। এটা অন্তর দিয়ে অনুভব হয়।
অধিক সওয়াব বা অন্য কোনো কিছু উদ্দেশ্য নেই। শুধুমাত্র সুন্দর ভাবে মনোযোগ বাড়ানোই মূল উদ্দেশ্য।
জাজাকাল্লাহু খাইর।