আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১. পাবলিক গ্রুপ বা বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে পাবলিকলি ম্যারেজ সিভি পোষ্ট করা কতটুকু শরী'আহসম্মত? এখানে একজন নারীর নাম ব্যতীত উচ্চতা, ওজন, বয়স, ইচ্ছা-অনিচ্ছা প্রায় সবকিছুই পোষ্ট করা হয়৷ এগুলোর অনেক কিছুই একজন নারীর জিনাত এবং গায়রতের মধ্যে পড়ে৷ এক্ষেত্রে নারীর কোন বিশ্বস্ত মহিলা বা কোন মাহরাম দিয়ে নির্দিষ্ট কোন ব্যক্তির নিকট প্রস্তাব দেয়া বা গ্রহন করা উত্তম নয় কি?
২. ওমরী কা'যার কতটুকু গ্রহনযোগ্যতা রয়েছে? হানাফি এবং হাম্বলি মাযহাব অনুযায়ী৷
৩. ঈসালে সওয়াবে কতটুকু গ্রহনযোগ্যতা রয়েছে? হানাফি এবং হাম্বলি মাযহাব অনুযায়ী৷
৪. মাহরামের সাথে না-মাহরাম কাজিনের সাথে একসাথে ঘুরতে যাওয়া যাবে? যদি অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা যায়?