ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
বিনোদনের জন্য আরো অনেক কিছুই করা যায়,এবং শুনেছিও, তবে নতুনকরে বিয়ে করার বিষয়টা আজ প্রথমই শুনলাম। হ্যা, বিবাহিত দম্পতি হাজার বার নতুন বিয়ে করলেও তাদের বিয়েতে কোনো সমস্যা হবে না। স্বামী-স্ত্রী তারা পরস্পর বসে মহরকে বাড়াতে বা কমাতে পারবে। এতে কোনো সমস্যা নেই। মহর বাড়ানোও যায়, এবং কমানোও যায়।
কিন্তু এভাবে অযথা ও অনর্থক বিনোদন বিনোদনকে কখনো মাননসই মনে হচ্ছে না।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)