আসসালামু আলাইকুম শায়েখ।
১. আমরা জানি মেয়েদের চুল লম্বা রাখা উচিত। কিন্তু চুলের আগা ফেটে গেলে চুল লম্বা হয় না। তাই চুলের আগা ফেটে গেলে চুল লম্বা করার উদ্দেশ্যে কি সামান্য আগা কাটা যাবে? অর্থাৎ চুলের আগা সমান করা যাবে কোনোরকম ফ্যাশন ছাড়া?
২. ঘরের মধ্যে মেয়ে এবং মা কি পরস্পরের চুলের আগা কেটে দিতে পারবে?
৩. কোনো মেয়ে কি শুধু দ্বীনি বিষয় জানার জন্য, ইসলামি গল্প পড়ার জন্য এবং বিভিন্ন ইসলামি বইয়ের খবর পাওয়ার জন্য মাঝে মাঝে বাবার অনুমতি ব্যতীত বাবার ফেইসবুক আইডি ব্যবহার করতে পারবে? উল্লেখ্য সে কোনো ধরনের লাইক, কমেন্ট কিংবা পোস্ট করবে না।
জাযাকাল্লাহ খাইরান শায়েখ।