আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
কয়েক নামাজের নিয়ত একসাথেই করতে পারি। অনেক সময় এতগুলো নামাজ আলাদা করে পড়ার সময় থাকে না। ইচ্ছাও থাকে না কখনও কখনও।
ক. জোহরের সময় মসজিদে গেলাম, তখন তাহিয়্যাতুল ওজুু,তাহিয়্যাতুল মসজিদ ও ওয়াক্তি নামাজের সুন্নাত একসাথে পড়তে পারি। অল্প মেহনতে বেশি সওয়াব।
খ. রাতে তাহাজ্জুদ পড়তে পারিনি, সকালে এশরাক পড়তে পরিনি। কাযা আদায়ের নিয়তে সবগুলোকে জোহরের চার রাকাত সুন্নতের সাথে মিলিয়ে দিতে পারি।
গ. পদ্ধতিটা এভাবে, সলাতে দাঁড়ানোর সময় মনে মনে ভেবে নেব, আমি জোহরের সুন্নত আদায় করছি, পাশাপাশি সকালে না পড়া এশরাক, এখন ওজু পরবর্তী তাহিয়্যাতুল ওজু, মসজিদে প্রবেশ পরবর্তী তাহিয়্যাতুল মসজিদের নিয়্যাতও জোহরের সুন্নতের সাথে মিলিয়ে আদায় করছি।
⭕উপরোক্ত লেখাটি কি সঠিক?