বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ফিতনার আশংকা না থাকলে মাতাপিতার হাতে-পায়ে চুমু দেয়া জায়েয রয়েছে।কেননা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাঃ এর হাতে এবং পায়ে চুমু দিয়েছিলেন। তবে এটা শুধুমাত্র মাতাপিতা বা কামিল কোন দ্বীনদ্বার বুজুর্গ ব্যক্তিকে করার অনুমোদন রয়েছে।এমনটা জনসম্মুখে এমনটা না করাই উচিৎ এবং বর্তমান সময়ে জরুরী।এতে অনেক প্রকার খারাবীর সম্ভাবনা রয়েছে।কারো হাতে বা পায়ে চুমু খেতে যদি মাথা নুওয়াইতে হয়,তাহলে সেটা জায়েয রয়েছে।কেননা এখানে মাথা নুওয়ানো মূল উদ্দেশ্য নয়,বরং আসল উদ্দেশ্য হলো হাত বা পায়ে চুমু খাওয়া।