জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
عن رسول الله صلى الله عليه و سلم قال : تعاد الصلاة من قدر الدرهم من الدم (سنن الدر قطنى، كتاب الصلاة، باب قدر النجاسة التي تبطل الصلاة، رقم الحديث-1)
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-এক দিরহাম পরিণাম রক্তের দরুন নামাযকে পুনরায় আদায় কর। {সুনানে দারা কুতনী, হাদীস নং-১, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৩৮৯৬, জামেউল আহাদীস, হাদীস নং-১০৭৮৩, মারেফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী, হাদীস নং-১৩২৩, আল জামেউল কাবীর, হাদীস নং-২৩৮}
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ইস্তেঞ্জার সেই টিস্যুর যেই অংশ আপনার হাতে/কাপড়ে লেগেছে,সেই অংশ কি ভেজা ছিলো?
যদি শুকনো অংশ আপনার শরীরে/কাপড়ে লেগে থাকে,তাহলে তো কোনো সমস্যাই নেই।
আর যদি ভেজা অংশ শরীরে/কাপড়ে লেগে যায়,তাহলে আপনার শরীর,কাপড় নাপাক হয়ে যাবে।
এক্ষেত্রে হাত ও কাপড়ে লাগা পুরো নাপাকি যদি এক দিরহাম থেকে কম হয়,সেক্ষেত্রে সেটি মাফ।
এ অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।
,
আর যদি সেই নাপাকি এক দিরহাম সমপরিমাণ হয় বা তার চেয়ে বেশি হয়।
তাহলে সেই স্থান পাক না করলে নামাজ হবেনা।
বিস্তারিত জানুনঃ