আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্
উস্তাদজী ,
১ / একটি ছেলে ( ইঞ্জিনিয়ার ) মেয়ে দেখতে আসছে , ছেলেকে মেয়ের পরিবারের সবাই পছন্দ করেছেন কিন্তু মেয়ের ছেলেকে পছন্দ হয়নি , মেয়ে দ্বীনদার কিন্তু ছেলে তেমন দ্বীনদার নয় কিন্তু মেয়ের সব ইচ্ছা ছেলে মেনে নিয়েছে এমন , তারপরও মেয়ের ছেলেকে পছন্দ নয় , ছেলের মুখে দাঁড়ি নেই এবং শার্ট প্যান্ট পড়া মেয়ের পছন্দ না এ জন্য ।
মেয়ের পরিবার মেয়েকে অনেক চাপ দিচ্ছে এখানে বিয়ে করতে এবং ছেলে পরিবার ও , কিন্তু মেয়ে কিছু তে এই বিয়েতে রাজি নয় ।
মেয়েকে তার উস্তাদ ইস্তেখাড়া করতে বলেছিল এবং বিচার বিবেচনা করে যা ভালো হবে সেটা করতে বলেছিল ,
মেয়ে গতকাল রাতে ইস্তেখাড়া করার পর স্বপ্ন দেখেছিলো ছেলে সম্পর্কে ,, দেখেছেন ..
মেয়েকে পরিবার থেকে এখানে বিয়ে দিতে চাচ্ছে ,ঐ মেয়ে যাবে না , এবং তার উস্তাদ ও ফোন দিয়ে মেয়েকে বলতেছে কি কি করতে হবে যার কারণে ঐ ছেলের দিকে আগাতে হবে না ।
উস্তাদজী , এখানে কি আমরা আল্লাহর ইশারায় নেগেটিভ ধরে নিবো ?
তাহলে মেয়ের আল্লাহর ইশারা ভেবে সবর করাটা আরো সহজ হবে বাসা থেকে যতই চাপ আসুক না কেন ।
২ / চার কুল , আয়াতুল কুরসি হেফাজতের আমল হিসেবে পড়া যাবে না , এটি আপনাদের থেকে শুনেছি পড়া যাবে , আবার কওমি মাদ্রাসা থেকে পড়েছেন এমন অনেক আলেম উলামা নাকি বলেছেন পড়া যাবে না , কি করবো উস্তাদজী বুঝতেছি না ।
৩/ আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন হিন্দু ব্যক্তিকে অর্থ দান করি , তবে কি এটা সওয়াব হবে বা আল্লাহ্ অসুন্তুষ্টি হবেন?
৪ / হিন্দু গরীব মেয়েকে মুসলিম কোন মেয়ে জামা কাপড় দিয়ে সাহায্য করলে এটা কি জায়েয হবে?