আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
840 views
in সালাত(Prayer) by (18 points)
মাজবুক ব্যক্তির পিছনে ফরজ সালাতে একতেদা করা সহীহ হবে কিনা, আর ফরজ বাদে অন্য নামাযে হলেও তা সহীহ হবে কিনা।

করলে নামায কি ফাসেদ হবে?
যদি ইমামতি সহীহ হয় মাসবুক ইমাম কি আবার জোরে তাকবীর শুরু করবেন?

1 Answer

+1 vote
by (575,580 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 

যে ব্যাক্তি এক বা একাধিক রাকাত পাইনি,বরং পরে এসে ইমামের সাথে জামায়াতে শরীক হয়েছে,শরীয়তের পরিভাষায় তাকে মাসবুক বলা হয়। 

যে সময় ইমামের সালাম ফিরানোর পর সে নিজের অবশিষ্ট নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে, তখন তার পিছনে ইকতেদা করা কাহারো জন্য জায়েয নেই।

যদি কেহ তার ইকতেদা করে, তাহলে তার নামাজ ছহীহ হবেনা । 
পুনরায় তাকে নামাজ আদায় করতে হবে। 
(ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৩/১৪৭)

★ ফরজ নামাজ বাদ দিয়ে অন্যান্য নামাজ (যেমন রমজান মাসে বিতির নামাজ,যেটা জামায়াতের সাথে আদায় করা হয়তেছিলো) তার ভিতরেও একই হুকুম।
অর্থাৎ তার পিছনে ইকতেদা ছহিহ হবেনা।

উল্লেখ্য যে নামাজ জামায়াতের সাথে আদায় হয়না,সেই নামাজে মাসবুক হওয়ার কোনো পদ্ধতিই নেই ।

তাই ফরজ নামাজ ব্যাতিত অন্য কোনো নামাজে যেহেতু জামায়াত হয়না। (রমজান মাসে তারাবিহ এবং বিতির ব্যাতিত)  তাই সেই ক্ষেত্রে ফরজ ব্যাতিত অন্য নামজের   মাসবুকের ইকতেদা করার কোনো প্রশ্নই উঠবেনা।

হাদীস শরীফে আছে   
عن أبي ہریرۃ ص قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: الإمام ضامن۔ (سنن أبي داؤد رقم: ۵۱۷، سنن الترمذي ۵۱ رقم: ۲۰۷، مسند أحمد ۲؍۴۶۱، مرقاۃ المفاتیح رقم: ۶۶۳)
ঈমাম হলেন মুক্তাদিদের  যিম্মাদার। 

۔
আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআতি গ্রন্থে এসেছে 
الحنفیۃ قالوا: لا یصح الإقتداء بالمسبوق سواء أدرک مع إمامہ رکعۃ أو أقل منہا۔ (الفقہ علی المذاہب الأربعۃ مکمل: ۲۳۲)
হানাফি উলামায়ে কেরামদের মতে মাসবুকের পিছনে ইকতেদা করা ছহীহ হবেনা।      

তাবইনুল হাকাইক গ্রন্থে আছেঃ 
وحاصلہ أن إتحاد الصلا تین شرط لصحۃ الإقتداء؛ لأن الدخول في صلاتہ بنیۃ صلاۃ الإمام، فتکون صلاۃ الإمام متضمنۃ لصلاۃ المقتدي، وہو المراد بقولہ علیہ الصلاۃ والسلام: الإمام ضامن أي تتضمن صلا تہ صلاۃ المقتدي۔ (تبیین الحقائق ۱؍۳۶۲ زکریا، البحر الرائق ۱؍۳۶۰ کوئٹہ) 
নিশ্চয়ই ইমাম আর মুকতাদির নামাজের মধ্যে ইক্তেদা ছহীহ হওয়ার জন্য ২ পক্ষেরই একই ধরনের নামাজ হওয়া শর্ত,,,,,,, 

لا يجوز الاقتداء به 
মাসবুকের পিছনে ইকতেদা ছহিহ নেই।  (আদ দুররুল মুখতার ১/৫৫৫)

★উল্লেখ্য যে হানাফি মাযহাব ব্যাতিত অন্য কিছু মাযহাবে (যেমন শাফেয়ী মাযহাব) এর মত হলো মাসবুকের পিছনে ইকতেদা ছহিহ আছে। 

সুতরাং তাদের অনুসারীরা সেই মত অবলম্বন করতে পারবেন।       


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 242 views
+1 vote
1 answer 3,983 views
...