আসসালামু আলাইকুম, আমাদের এলাকায় একটা জায়গায় আজ থেকে প্রায় ৩৫-৩৮ বছর আগে কিছু কবর ছিলো। কিন্তু ঐ জায়গাটা পরে মানুষ যেভাবে ইচ্ছে ব্যবহার করেছে, গরু বেধে রাখতো, মানুষ দরকার পড়লে মাটি কেটে আনতো, একটা সময় জায়গাটাকে পরিত্যক্ত করে ময়লাও ফেলতো মাঝে মাঝে।
বছর পাঁচেক আগে ঐ জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়। কবর আছে জেনেও মসজিদ করেছিলেন কারণ যাদের তত্বাবধানে মসজিদ নির্মাণ হয় তারা তখন জানতেন অনেকদিন হয়েগেলে কবরের উপর মসজিদ নির্মাণ করলে সমস্যা নাই। তাই কবর না উঠায়ে এর উপর মসজিদ নির্মাণ করেছিলেন।
এখন এলাকার কিছু মানুষ বলছে এই মসজিদের নিচে কবর আছে এই মসজিদে নামাজ পড়লে হবে না বরং গোনাহ হবে। তাই এই মসজিদে নামাজ পড়েন না দূরে গিয়ে পড়েন আবার কিছু লোক নামাজ পড়েন তারা বলে কবর বেশিদিন হয়ে গেলে সমস্যা নাই।
যারা নামাজ পড়ছেন না এই মসজিদে তারা বলছে মসজিদ ভেঙে তার নিচ থেকে কবরের জন্য মাটি সরাতে তবেই এই মসজিদে নামাজ সহিহ হবে।
এখন এর উপর শরিয়তের কি হুকুম আছে, ঐ মসজিদ ভেঙে কি কবর উঠাতে হবে? দয়া করে জানাবেন।