আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
178 views
in পবিত্রতা (Purity) by (6 points)
আসসালামুয়ালাইকুম
অপবিত্র কাপড়ের উপর পবিত্র কাপড় পড়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কি?

আমার প্রস্রাবের পর ১০/১৫ মিনিট ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরে।এ অবস্থায় পবিত্রতা বজায় রেখে নামাজ কীভাবে আদায় করবো ?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
শরীয়তের বিধান হলো পাক পবিত্র কাপড়ে নামাজ আদায় করতে হবে।
আল্লাহ তায়ালা সুরা মুদ্দাচ্ছির এর ৪নং আয়াতে ইরশাদ করেন
وثيابك فطهر 
তোমরা কাপড় পবিত্র করো।
,
সুতরাং কোনো  নাপাক কাপড়ে নামাজ পড়া যাবেনা।
এতে নামাজ আদায় হবেনা।

لو بسط الثوب الطاهر على الأرض النجسة وصلى عليه جاز (البحر الرائق، كتاب الصلاة، باب شروط الصلاة-1/268)

সারমর্মঃ
যদি কেহ পাক কাপড় নাপাক কাপড়ের উপর বিছিয়ে দিয়ে তার উপর নামাজ আদায় করে,তাহলে নামাজ জায়েজ হবে।
(আল বাহরুর রায়েক-১/২৬৮.ফাতওয়া শামী-১/৬২৬)

আল্লামা আব্দুল্লাহ বিন বায রা. এর ফতোয়া

إذا وضع على الفراش الذي فيه بول سجادة وصلى عليها لا بأس، وإذا غسل الموضع الذي أصابه البول وصب عليه الماء حتى يكاثره تطهر المكان، وإذا وضع السجادة أو بساط طاهر على بسط نجسة كفى ذلك.

“যে কার্পেটে প্রস্রাব আছে তার উপর যদি সে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করে তাহলে তাতে কোনও দোষ নেই।

যদি সে প্রস্রাব আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলে এবং তাতে বেশি করে পানি ঢালে তাহলে তা পবিত্র হয়ে যাবে। আর যদি নাপাক বিছানা (বা কার্পেট) এর উপর জায়নামাজ বা পবিত্র বিছানা বিছায় তাহলে তাই যথেষ্ট।”

আল্লামা উসাইমিন রহঃ  বলেন,

لا يحرم على الإنسان أن يضع سجادته على شئٍ نجس يابس ويصلي عليها، اللهم إلا أن تكون لهذا النجس رائحةٌ تؤذي الإنسان في صلاته فلا يصلي عليها

“যদি শুকনা নাপাক কোন কিছুর উপর মানুষ জায়নামাজ বিছিয়ে তাতে নামাজ আদায় করে তাহলে তা হারাম নয়। অবশ্য যদি নাপাকি থেকে এমন দুর্গন্ধ বের হয় যে, তাতে নামাজি ব্যক্তির কষ্ট হয় তাহলে সেখানে নামাজ আদায় করবে না।” 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেই অপবিত্র কাপড়ের উপর  এই পবিত্র কাপড় রেখে নামাজ আদায় করা হবে,সেক্ষেত্রে নাপাক কাপড়টি শুকনো নাকি ভেজা?

যদি শুকনো থাকে,তাহলে এতে নামাজ হয়ে যাবে 
কেননা এতে পবিত্র কাপড়টা উক্ত কাপড়ের নাপাকি শোষণ করে না বা তাতে নাপাক  লাগে না।

তবে যদি নাপাকি  লেগে ভেজা থাকা অবস্থায় যদি তার উপর অন্য পবিত্র শুকনো কাপড় রেখ নামাজ আদায় করা হয়, তাহলে নামাজ হবেনা।
কারন সেই ছুরতে উক্ত পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে। কারণ তখন পবিত্র কাপড়টি নাপাকি শোষণ করবে।

(০২)
এক্ষেত্রে আপনি নামাজের আগে পেশাব করবেননা।
নামাজের পরে অথবা নামাজের অনেক আগেই পেশাব করবেন।
নতুবা পেশাবের ফোটা বন্ধ হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...