আসসালামুয়ালাইকুম।কেমন আছেন?
আমার অযু রাখতে খুব কষ্ট হয়।মাঝে মাঝে সারা ওয়াক্তব্যাপি বায়ু বের হয় তখন একবার অযু করে নেই।কিন্তু সমস্যা যখন কম থাকে তখ দেখা যায় সারা ওয়াক্তে বাতাস বের না হলেও নামাজে দাড়ালেই অযু চলে যায়।আবার মাঝে মাঝে ১০-১৫ মিনিট পরে পরে অযু চলে যায় দেখা যায় ফরজ নামজ পড়লেও আবার সুন্নাতের আগে অযু চলে যায়এবং আমি নিশ্চিত ।এই অবস্থাগুলিতে আমি কিভাবে নামাজ পড়ব অযু কিভাবে করব?নামজে মন বসে না এবং ভাল লাগে না।। দ্য়া করে উওর দিবেন।