আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
130 views
in পবিত্রতা (Purity) by (101 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
গতকালের প্রশ্নের উত্তর বুঝতে পারি নি সঠিকভাবে!

শীতে পা ফাঁটা দাগগুলো যে কালো হয়ে থাকে তা নিয়ে  যদি ওজু করি আর ওজু করার সময় হাত দিয়ে ফাঁটা দাগ গুলো মাসেহ করে নেই তবে ওজু হবে?!
জানতে চাচ্ছি কালো দাগ গুলো থাকা মানেই কি পানি ফাঁটা জায়গাগুলোতে প্রবেশ করছে না এমন?!

পানি দিয়ে ঘষে নেয়ার পরও কালো দাগ থেকে যায়!  এমন হলে পাঁচ ওয়াক্ত নামাজে ওজু করাই তো কষ্টসাধ্য হয়ে যাবে আর ওজুই হবে না ধরতে গেলে!  ফরজ গোসলও কি এমতাবস্থায় হবে না?!


জাযাকাল্লাহ খইরন!

1 Answer

0 votes
by (65,520 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

আবদুল্লাহ ইবনু আমর(রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, এক সফরে রাসুল (সা.) আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছালেন, এদিকে আমরা (আসরের) নামাজ আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ বা ‘পায়ের গোড়ালিগুলোর (শুষ্কতার) জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।’ তিনি দুই বার বা তিনবার এ কথা বললেন।(বুখারি, হাদিস : ৬০; মুসলিম, হাদিস : ২৪১)

অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলোতে পরিপূর্ণভাবে পানি পৌঁছানো বা ভেজানো আবশ্যক। অজুর মূল অঙ্গ ৪টি : চেহারা, হাত, পা, মাথা। মাথা মাসেহ করা ফরজ। আর বাকি তিন অঙ্গ ধোয়া ফরজ।

এ তিন অঙ্গের কোনো একটি স্থান শুকনো থাকলে অজু হবে না। অজুর শেষে যদি কোনো উপায়ে জানা যায়, এই তিন অঙ্গের কোথাও শুকনো রয়ে গেছে। তাহলে শুধু শুকনো জায়গা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে; নতুন অজু করতে হবে না। (আহসানুল ফাতাওয়া, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৩১৬, ফতোয়ায়ে আলমগিরি-১/৫, )

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

শীতকালো পায়ে ফাটল দেখা দিলে, এমন ভাবে পা ধৌত করতে হবে যে সেই ফাটলের কোনোয় কোনোয় যেন পানি পৌছে যায়শীতকালীন পা ফাটার কারণে সাধারণত পায়ে যেই ফাটল ও কালো দাগ দেখা দেয় তা পায়ে পানি পৌঁছার জন্য প্রতিবন্ধক নয়। তবে অবশ্যই সুন্নাত তরীকা অনুপাতে ঘষে ঘষে পা ধৌত করতে হবে। যদি ভালোভাবে পা ধৌত না করার কারণে পায়ের ফাটা জায়গায় পানি না পৌছে তাহলে অজু হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 1,429 views
0 votes
1 answer 130 views
...