আমি অনলাইনে একটি আর্ট ক্লাসে ভর্তি হয়েছি। ভর্তি ফি দিয়ে এবং নিয়মিত বেতন দিয়ে। নিয়ম হচ্ছে ছবি এঁকে (শুধু প্রকৃতির) জমা দিতে হবে, টিচার ভুল ধরিয়ে দিবেন।কিন্তু আমি প্রথম ২ টা ক্লাস করার পর আর একটাও করি নাই, ছবিও আঁকি নাই। তাই গত মাসের বেতন দেই নি। কিন্তু এর আগের মাসগুলোতে যদিও ক্লাস করি নাই, কিন্তু তবুও বেতন দিয়েছি। এই ক্লাসের রেকর্ডিং থাকে পার্সোনাল গ্রুপে। আমি কয়েকটা রেকর্ডিং ডাউনলোড করেছি,কিন্তু অনেকগুলো গুলো ডাউনলোড করি নি, এটা ভেবে যে আমি তো গত মাসের বেতন দেই নি। এবং আমি গ্রুপ থেকেও বের বের হয়ে গিয়েছি যেহেতু আর ক্লাস করবো না।এখন আমার কি গত মাসের বেতন পরিশোধ করা লাগবে? কেননা আমি একটা ক্লাস না করেও আগে বেতন দিয়েছি, আর কিছু রেকর্ডিং ডাউনলোড করেছি। তবে সব ডাউনলোড করি নাই, এবং কোর্সের যেই মূল উদ্দেশ্য যে টিচার কে দিয়ে ভুল ধরিয়ে নেয়া সেটাই হয় নি।