আসসালামুআলাইকুম ভাই, আপনি বলেছেন যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না।(আল-বাহরুর রায়েক-১/২৪৪)
তাহলে নাপাক কাপর ধোয়ার সময় নাপাক কাপরে পানি দেওয়ার ফলে কাপরটি ভিজা নাজাসত সম্বলিত কাপর হয়ে যায়। এখন এই নাজাসত সম্বলিত কাপর এর ছিটাফোটা পানি যদি পাক কাপর এ লাগে পাক কাপরটি চিপানো হলে কোন পানি বের না হয় তাহলে কি পাক কাপরটি নাপাক হবে।