বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
মেয়েদের লম্বা রাখতে হবে,শরয়ী নীতিমালার বাহিরে কেটে ছোট করা যাবেনা।
মেয়েদের জন্য চুল মুণ্ডন করা বা কেটে ছেলেদের মতো করে ফেলা নিষেধ। আবার এতো বড় রাখা উচিত নয় যে, গোছলের সময় পানি পৌঁছানো কষ্টকর হয়। বরং পিঠ বা কোমর পর্যন্ত রাখা ভালো। সেমতে কোমরের নিচের অংশ কেটে ফেলা জায়েয হবে। অবশ্য না কাটলেও কোনো সমস্যা নেই।
হাদীস শরীফে এসেছেঃ
حديث أبي سلمة بن عبد الرحمن رحمه الله قال : ( كَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ ) رواه مسلم (320) .
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ এর স্ত্রী দের কেহ তাদের চুল কেটেছেন ওফরাহ পর্যন্ত।
★মহিলাদের জন্য একেবারে মুন্ডানো,বা ছেলেদের মতো করে রাখা জায়েজ নেই।
ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে,
أَنَّ النَّبِيَّ ﷺ لَعَنَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ ، وَقَالَ: أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ
রাসূলুল্লাহ ﷺ ওই পুরুষদের লানত করেছেন, যারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে। এবং ওই মহিলাদের লানত করেছেন, যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে৷ এবং তিনি আরও বলেন, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। (বুখারী ৫৮৮৫)
মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানুনঃ
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এভাবে সমস্ত চুল ফেলে দেওয়া শরীয়ত সমর্থন করেনা।
হ্যাঁ যদি এটি মারাত্মক আকার ধারন করে,আর কোনো অভিজ্ঞ ডাক্তার/বিশেষজ্ঞ যদি বলে যে এ ছুরতে সমস্ত চুল ফেলে দেওয়াই আপনার জন্য একমাত্র করনীয়, এর দ্বারা চুল স্বাভাবিক হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে সেই ডাক্তারের পরামর্শ মেনে স্বামীকে সন্তুষ্ট করার নিয়তে চিকিৎসার লক্ষ্যে এমনটি করা যেতে পারে।
(০২)
হ্যাঁ, যদি নির্ভরযোগ্য epp এর মাধ্যমে এটি জানা যায়,তাহলে উক্ত সালাত পুনরায় কাজা করে নেওয়াই উচিত।
(০৩)
হ্যাঁ, সালাত আদায়ের মাঝে সেই সালাতের ওয়াক্ত চলে গেলে সেই সালাতের কাজা আদায় করতে হবে।