খবরের কাগজ, অথবা অনেক বইয়ের কাগজ ছিড়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন ধরুন বাজারে চানাচুর খেতে গেলেও খবরের কাগজ কিংবা বইয়ের কাগজ ছিড়ে ব্যবহার করা হয়।
শুধু চানাচুর না, জীবনের অনেক কাজে আমরা কাগজ ব্যবহার করি।
কিন্তু এই খবরের কাগজ বা বইয়ের কাগজে অনেক পবিত্র নাম লিখা থাকে যেমন
আব্দুর রহমান, হাসান আহমাদ, শফিউল্লাহ্।
এরকম আরোও অনেক অনেক নাম থাকে কাগজে লিখা।
এই যে কাগজের মধ্যে নাম লিখা থাকে, আমরা জেনে শুনে অথবা কেউ না জেনেও কাগজগুলি ব্যবহার করি।
প্রশ্ন--১:
উপরের বর্নিত ব্যাখ্যা জেনেশুনে কেউ এরকম কাজ ব্যবহার করলে তার ঈমান চলে যাবে বা বড় গুনাহ হবে কি?
প্রশ্ন --২:
যারা জানে না, তাদের ও কি সমান গুনাহ হবে?
প্রশ্ন--৩:
আজ আমি একটি কাগজ ব্যবহার করলাম পাতিলের নিচে, কারন ওই পাতিলের দাগ যাতে ফ্লোরে না লাগে।
এজন্য কাগজ ব্যবহার করলাম।
কিন্তু আমি ওই কাগজ পাতিলের নিচে দেয়ার আগেই লক্ষ্য করেছিলাম যে " ওই কাগজে বাংলাতে অনেক কিছু লিখা। তার মধ্যে একজন ব্যক্তির নাম ও লিখা ছিলো "শফিউল্লাহ্" নাম লিখা ছিলো।
যেহেতু শফিউল্লাহ্ নাম একটি পবিত্র নাম (এর অর্থ আপনারা উত্তম জানেন যদিও বললাম না)।
আমি শফিউল্লাহ্ নাম লিখা দেখার পরেও যে, আমি ওই কাগজ টি ব্যবহার করলাম। এতে আমার ঈমান চলে যাবে কি?
(কেননা, আমি দেখ শুনে, ওই কাগজটি ব্যবহার করেছিলাম)
(বি:দ্র: শফিউল্লাহ্ = আল্লহ্ এর বান্দা শফি। এরকম অর্থ দাঁড়ানো হয়, হয়ত)