আসসালামু আলাইকুম, আমি বিয়ের ব্যাপারে একজনের জন্য এস্তেখারা করেছিলাম, স্বপ্নে তেমন কিছুই দেখি নাই, ওরা বিয়ের ব্যাপারে খুবই আগ্রহী ছিল, এস্তেখারা এর পর ওরা আরো আগায় আসে।
কিন্ত (১) ওদের ফ্যামিলির কিছু পারিবারিক ঝামেলা( বড় ভাই এর বউ এর অন্যদিকে টান থাকায় নিজ ইচ্ছায় চলে গেছে ফিরাতে চাইলেও ফিরে নাই, আর এক বোন কিছুটা মেন্টালি চ্যালেঞ্জড তাই বিয়ে হয়েও সংসার টা করতে পারেননি এখন বাসায় থাকেন)
(২) ছেলেটা এমনি ভালো সৎ উপার্জনক্ষম কোনো বাজে নেশা নেই বাইরে চাকুরী করে কিন্তু তার একটু রাগ বেশি, ও কিছুটা ইন্ট্রোভার্ট হওয়ায় আমার পরিবার আর আগাতে চায় না কিন্তু মন্তব্যে রেখে দেয়। কয়েক সপ্তাহ পর ছেলেটা নিজ আগ্রহে আমার সাথে যোগাযোগ করে, সে ব্যাপারগুলা বুঝতে পারে এবং তার ও ব্যাপারগুলা সে ঠিক করার সর্বাত্মক চেষ্টা করবে এবং আরো বিনয়ী হবে এরকম প্রতিশ্রুতি দেয় সে যেখানে চাকুরী করে বিয়ের পর সেখানে থাকবে, আমাকে একবার ভেবে মতামত জানতে বলে।... তার কথাগুলো শুনে আমার পজিটিভ মনে হয়েছে, আর মনে হয় আমি সেগুলি অ্যাডজাস্ট করে নিতে পারবো।... আমার মন থেকে এইবার পুরোপুরি মতামত চলে আসে। কিন্তু সুন্নাহর কথা মাথায় রেখে আমি আরো ইস্তেখারা করতে চাচ্ছি...
সবকিছু বিষয়ে খোলাখোলি কথা বলে আমার মন এখন পুরোপুরি চাইতেছে।
এখন আমার প্রশ্ন হলো আর একবার ইস্তেখারা করা যাবে??? নাকি আগের এস্তেখারার ই এটা পজিটিভ রেজাল্ট বলে ধরে নেব?? নাকি এখনকার এই পরিস্থিতির উপর ভিত্তি করে আবার একবার এস্তেখারা করে নেব???একটু পরামর্শ পেলে উপকৃত হতাম।