ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
মেয়েরা প্যান্ট পরিধান করতেই পারবে না।কেননা এটা ছেলেদের পোষাক।ছেলেদের পোষাক মেয়েরা পরিধান করতে পারবে না।মেয়েদের জন্য জায়েয হবে না।
(২)
নিষেধ নয়।তবে এসময় তাসবিহ তাহলীলের সময়।সুতরাং আল্লাহর নাম নিয়ে ব্যস্ত থাকাই উত্তম।হ্যা, কেউ চাইলে তখন লেখাপড়াও করতে পারবে।নিষেধ নয়।
(৩)
প্রতিষ্টানের খাতা হয়ে থাকলে, হিসেব করে সেই পরিমাণ টাকা প্রতিষ্টানকে দিতে হবে। বলে দেয়ার প্রয়োজন নাই,বরং প্রতিষ্টানের একাউন্টে জমা দিলেই হবে।
(৪)
যতদিন ইচ্ছা থাকতে পারবে।এতে কোনো সমস্যা হবে না।
(৫)
এতে কুফা বা অভাগিনীর কিছু নেই।পরেতো সুন্দর মতই হচ্ছে।