ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
সু-প্রিয় পাঠকবর্গ
*দামি উপহারের ক্ষেত্রে-- যদি গ্রহিতা এ বলে বা এ নিয়তে নেয় যে, শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই ঔষধ টা লিখবে।তাহলে তখন রুখসত থাকবে।
*প্রয়োজনে কোন এক কোম্পানির ঔষধ লিখতেই হবে। এক্ষেত্রে উপহার নেওয়া কোম্পানির ঔষধ লিখলে রোগীর প্রতি জুলুম হবে না বা ক্ষতি হবে না। যদি ঐ কম্পানির ঔষধ ভালো মানের হওয়ার কারণেই লিখা হয়ে থাকে,তাহলে উপহার গ্রহণ করা যাবে।কেননা এখানে রোগীর প্রতি কোনো জুলুম হচ্ছে না।তবে অন্যান্য ঔষধ কম্পানির সমান মানের ঔষধ বাজারে থাকাবস্থায় শুধুমাত্র কোনো এক কম্পানির ঔষধ লিখাকে কেউ কেউ অনুত্তম বলে থাকেন।
সর্বোপরি জায়েয হবে।
*কোম্পানি যা দেয় তাই নেয় এবং শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই ঔষধ গুলো লিখবে, বাস্তবে এমনটা হলে তো কোনো অসুবিধে ছিল না।তবে হাদিয়া গ্রহণের পর হাদিয়া দাতার প্রতি অন্তর কিছুটা নরম হয়ে যায়,সে জন্য এমন হাদিয়া গ্রহণ অনুচিত।তবে জায়েয হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/594 (শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১.ওষুধ কোম্পানি ডাক্তারদের যে গিফট দেয়,সেটা নেয়া শর্তের সাথে জায়েয।
২.ওষুধ কোম্পানি থেকে তাদের ওষুধ লেখার জন্য ডাক্তারদের টাকা দেওয়া হয়। এই টাকা নেওয়া জায়েয হবে না।
৩.যাদের ফার্মেসী আছে তাদেরকে ওষুধ কোম্পানি গিফট দেয়। সেই গিফট গুলো যদি তারা তাদের আত্মীয়দেরকে দেয়; কিংবা ছাত্র শিক্ষককে দেয়, তাহলে সেই গিফটগুলো আত্মীয়-শিক্ষকের নেয়া জায়েজ হবে। সাধারণত কলম-লেখার প্যাড দেয়,সেগুলো ব্যবহার করা যাবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/24728