বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
عن عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
হযরত উমার ইবনুল খাত্তাব (রাঃ)থেকে বর্ণিত,তিনি বলেন - আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরাত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরাত করেছে।] (সহীহ-বুখারী-০১)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু সে ইসলাম গ্রহণের শর্ত দিয়েছে যে, আপনি তাকে বিয়ে করবেন, তাই বুঝা যাচ্ছে যে, সে ইসলমাকে সত্য মনে করে গ্রহণ করছে না, বরং সে আপনাকে বিয়ে করার জন্যই মৌখিকভাবে ইসলাম গ্রহণ করতে চাচ্ছে।
সুতরাং আমরা বলবো যে, তাকে মুসলমান বানানোর জন্য তাকে বিয়ে না করাই উত্তম।তার প্রস্তাবকে গ্রহণ না করাই উত্তম।