বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
মানবিক গুণাবলির মধ্যে মানুষকে সম্মান
প্রদর্শন করা একটি অন্যতম গুণ। সমাজে নিয়মশৃঙ্খলা, প্রেম-প্রীতি ও শ্রদ্ধা-সম্মানের এ মহৎ গুণের উসিলায় শান্তি নেমে আসে সমাজে।
ইসলামে তাই অন্যের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সৎ স্বভাব
ও সৎ আচরণের মাধ্যমে আমরা এ গুণটি জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারি।
পরিবারের সদস্য হিসেবে আদব রক্ষা করা যেমন সবার উচিত, তেমনি মর্যাদা-সম্মান প্রদর্শন করাও সবার কর্তব্য। মানুষের
উত্তম স্বভাব ও শিষ্টাচার পার্থিব এবং পারলৌকিক জীবনে উপকারে আসে, পারস্পরিক সম্পর্ক ও শিষ্টতা নির্ভর করে মর্যাদা-সম্মান
প্রদর্শনের ওপর।
আল্লাহ তায়ালা বলেন-
وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
এবং তিনি তোমাদের মধ্যে
পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে
নিদর্শনাবলী রয়েছে। (সূরা রূম, আয়াত নং-২১)
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَفَّسَ عَنْ
مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ
كُرَبِ الآخِرَةِ وَمَنْ سَتَرَ عَلَى مُسْلِمٍ سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا
وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ
أَخِيهِ " .
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু
আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম থেকে
দুনিয়ার কোন একটি পেরশোনী দুর করবে আল্লাহ তা‘আলা তার আখিরাতের একটি পেরশোনী দুর
করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের একটি দোষ গোপন রাখবে আল্লাহ তা‘আলা দুনিয়া ও
আখিরাতের তার দোষ ঢেকে রাখবেন। আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ
সে তার এক ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকে। সহীহ ইবনু মাজাহ ২২৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২৫
[আল মাদানী প্রকাশনী]
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইসলাম ধর্মে অন্যের প্রতি
দয়া দেখানো একটি মহৎ গুণ। এতে আল্লাহ তায়ালা অনেক খুশী হন এবং অনেক সওয়াব দান করেন।
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে অন্যকে বাসে ভালো সিটে বসতে দেওয়া একটি দয়া প্রদর্শন মূলক
একটি মহৎ গুণ। তাই এই ব্যবহার কেউ যদি কারোর প্রতি দেখায় তাহলে তার অনেক সওয়াব
হবে। আর যদি না দেখায় তাহলে তার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। কারণ, এখানে অন্যের প্রতি জুলুম
পাওয়া যায়নি।