জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্ত্রীর জন্য শরয়ী ওযর ব্যাতিত স্বামীর কাছে তালাক চাওয়ার ব্যপারে খুবই কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
,
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِىْ غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَأَبُوْ دَاودَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِىُّ
সাওবান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে রমণী বিনা কারণে স্বামীর নিকট তালাক চায়, সে জান্নাতের গন্ধও পাবে না।
সহীহ : আবূ দাঊদ ২২২৬, তিরমিযী ১১৮৭, ইবনু মাজাহ ২৫০০, দারিমী ১৩১৬, আহমাদ ২২৪৪০, ইরওয়া ২০৩৫, সহীহ আল জামি‘ ২৭০৬, সহীহ আত্ তারগীব ২০১৮,মিশকাত ৩২৭৯।)
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত বিস্তারিত তথ্যের মাধ্যমে বুঝা যায় যে
আপনি মানসিক অত্যাচার এর মধ্যে আছেন।
এক্ষেত্রে আপনি নিজের পক্ষ থেকে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার পরেও তাকে সন্তুষ্ট করতে পারছেননা।
তাই এ সংসার যদি আপনার পক্ষে এখন একেবারেই অসহনীয় হয়ে যায়,সেক্ষেত্রে বিষয়টি নিয়ে তার সাথ্র সমাধানের জন্য বসুন।
যেনো তিনি আর সেই বিষয়গুলি আপনার সামমে আর না বলেন,আর খারাপ ব্যবহার না করেন।
,
এতে কোনো কাজ না হলে আপনি তালাক চাইতে পারেন।
সমস্যা নেই।