আসসালামু আলাইকুম। যদি কোন ব্যাক্তির কারো কাছে কোন প্রাপ্য থাকে,কিন্তু সে যদি তা ঠিক মত না পায়,তবে কি সে নিজের প্রাপ্য জোর করে বা গোপনে নিয়ে নিতে পারবে?
উদাহরণ হিসেবে বলা যায়,এক ব্যাক্তি একটি অফিসে কিছু বিশেষ দায়িত্ব পালন করে,যার জন্য কতৃপক্ষ তাকে কিছু ভাতা দেয়ার কথা।এবং অন্য অনেকেই এই দায়িত্ব পালনের জন্য ভাতা পেয়ে থাকে।কিন্তু,কতৃপক্ষ এই ব্যাক্তিকে তার প্রাপ্য ভাতা দেয় না।এই ক্ষেত্রে ব্যাক্তিটি কি কতৃপক্ষকে না জানিয়ে গোপনে তার যতটুকু ভাতা পাওয়ার কথা তা নিয়ে নিতে পারবে?