আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
320 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (60 points)
প্রশ্নটি এক বোনের পক্ষ থেকে। তার ভাষ্যমতে, ‘‘আমার ৩১ বয়স। আমার বিয়ে হয়নি।আমার পরিবার থেকে আমার জন্য কোনো ধরনের বিয়ের জন্য চেষ্টা করে নাই এই পর্যনত।কারণ আমার বড় বোনের বিয়ে হয়নি তার জন্য অনেক চেষ্টা করতেসে ৭/৮ বছর বাট হচ্ছে না।এখন আমি আমার চরিত্র রক্ষা করার/ ফেতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছি বাসায় বলার পরেও কেউ কোনো কিছুই বলে না। আমি বিয়ের কথা বলসি তাই আমাকে বিভিন্ন ভাবে অপমান করে মানুষের কাছে নানা রকম কথা বলে আমার সামনেই। আমি আমার বড় বোনের সাথে বেশ কয়েকদিন কথা বলি নাই সেও বলে নি। পরে আমি কথা বলতে চাইসি বাট সে বলে না। এখন আমিও আর বলি না।এখন আমার প্রশ্ন হলোঃ এর মাধ্যমে কি আমার রক্তের সম্পর্ক নষ্ট হচ্ছে।আমি খুব চিন্তায় আছি বিষয় টা নিয়ে। হাদিসে আছে রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাত এ যাবে না।আমাকে দয়া করে জানাবেন। ’’

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1577 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
সিলাহ রেহমির স্থর
دَرَجَاتُ الصِّلَةِ:
ذَهَبَ فُقَهَاءُ الْحَنَفِيَّةِ وَالشَّافِعِيَّةِ إِلَى أَنَّ دَرَجَاتِ الصِّلَةِ تَتَفَاوَتُ بِالنِّسْبَةِ لِلأَْقَارِبِ، فَهِيَ فِي الْوَالِدَيْنِ أَشَدُّ مِنَ الْمَحَارِمِ، وَفِيهِمْ أَشَدُّ مِنْ غَيْرِهِمْ . وَلَيْسَ الْمُرَادُ بِالصِّلَةِ أَنْ تَصِلَهُمْ إِنْ وَصَلُوكَ؛ لأَِنَّ هَذَا مُكَافَأَةٌ، بَل أَنْ تَصِلَهُمْ وَإِنْ قَطَعُوكَ . فَقَدْ رَوَى الْبُخَارِيُّ وَغَيْرُهُ لَيْسَ الْوَاصِل بِالْمُكَافِئِ وَلَكِنَّ الْوَاصِل الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا
হানাফি ফুকাহায়ে কেরাম,এবং শাফেয়ী ফুকাহায়ে কেরাম মনে করেন,সিলাহ রেহমি আত্মীয়তার স্থরভেদে প্রযোজ্য হবে।মাহরামের তুলনায় মাতা-পিতার জন্য উচ্ছস্থরের সিলাহ রেহমি প্রযোজ্য হবে।আর গায়রে মাহরামের তুলনায় মাহরামের জন্য উচ্ছস্থরের সিলাহ রেহমি প্রযোজ্য হবে।সিলাহ রেহমির অর্থ এটা নয় যে,কেউ আপনার সাথে ভালো ও উত্তম ব্যবহার করল,আর বিনিময়ে আপনিও তার সাথে ভালো ব্যবহার করলেন।কেননা এটার নাম তখন সিলাহ রেহমি না হয়ে  মুকাফা'।বরং আত্মীয় কেউ আপনার সাথে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার পরও আপনি তার দিকে উত্তম ব্যবহার নিয়ে অগ্রসর হবেন এটাই হলো মূলত সিলাহ রেহমি।যেমন সহীহ বুখারী সহ বিভিন্ন রেওয়াতে এসেছে,সিলাহ রেহমি এটা নয় যে,আত্মীয় কারো ভালো ব্যবহারের বিনিময়ে আপনিও তার সাথে ভালো ব্যবহার করলেন,বরং সম্পর্ক বিচ্ছিন্ন করার পরও তার সাথে ভালো ব্যবহার করার নামই হলো সিলাহ রেহমি।(৩/৮৪) বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1577

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ঈমান আমল বাচানোর মাধ্যম হিসেবে সামর্থবানদেরকে রাসূলুল্লাহ সাঃ বিয়ের পরামর্শ দিয়েছেন। আপনি নিজের বিয়ের প্রশ্ন জনসম্মুখে তুলার কারণে আপনি কোনো অন্যায় কাজ করেননি। বরং আপনি কুরআন হাদীস সম্ভলিত ন্যায়সঙ্গত দাবী উত্তাপন করেছেন, এজন্য যদি আপনার বড় বোন আপনার সাথে কথা বলা বন্ধ করে দেন, তাহলে এদেকরে আপনার কোনো গোনাহ হবে না। হ্যা, আপনি ধারাবাহিক ভাবে আপনার মা বাবা ও বড় বোনের সাথে উত্তম আচরণ করার সর্বোত্তম চেষ্টা করবেন।তারপরও যদি আপনার বড় বোন আপনার সাথে কথা না বলেন, তাহলে এজন্য আপনি গোনাহগার হবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...