বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নবজাতক শিশু জন্মের ২২ ঘন্টা পরে মৃত্যুবরণ করলে ইসলামিক শরীয়াহ অনুযায়ী বিধান হল, তার জানাযার নামায পড়া হবে। তার দাফন-কাফনের ব্যবস্থা করা হবে। নাম রাখা যেতে পারে।তবে কোনো বাধ্যবাধকতা নেই।
https://www.ifatwa.info/4333 নং ফাতাওয়ায় বলেছি যে,
মৃত্যুর পর তার আকিকা করা যাবে কি না?
এ সম্পর্কে দু'রকম বক্তব্য পাওয়া যায়,
কেউ কেউ যেমন বিন বায রাহ বলেন,সামর্থ্য থাকলে আকিকা করা ভালো ও উত্তম।কেননা হদীসে এসেছে,
ﷺ: كل غلام مرتهن بعقيقته، تذبح عنه يوم سابعه ويحلق ويسمى
প্রত্যেক সন্তান তার আকিকার সাথে বন্ধদিত।সাত নাম্বার দিন তার আকিকা করা হবে,এবং চুল মুন্ডানো হবে ও নাম রাখা হবে।
অধিকাংশ উলামায়ে কেরাম বলেন,
মৃত্যুর পর আর আকিকা করা যাবে না।কেননা আকিকা করা হয় বালা মসিবতকে দূর করার জন্যে।আর মূত্যুর পর তো পৃথিবীর কোনো বালা মসিবত আর আসবে না।(আহসানুল ফাতাওয়া;৭/৫৬৬)
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত উভয় মতামতের উপর চিন্তা ফিকির করলে আমরা নিম্নোক্ত সিদ্ধান্তে পৌছতে পারি যে,
সন্তান মৃত্যুর পর তার আকিকার কোনো প্রয়োজনিয়তা নাই।তবে কারো সামর্থ্য থাকলে সে করে নিতে পারে।আকিকা করা নিষেধ নয়।বরং ভালো ও উত্তম কাজ হিসেবেই বিবেচিত হবে।
যদি সিজারে সন্তান হয়, তাহলে যেকোনো সময় উক্ত স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে।তবে যদি নরমাল হয়, তাহলে ৪০ দিনের পূর্বে স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না।