আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমার এক পরিচিত আত্নীয় আমল করার পর হঠাৎ কারো গীবত করে ফেললে প্রচন্ড হতাশ হয়ে যায়। পরে অনেক হায় হুতাশ করে। কারণ জানতে চাইলে বলে জন্ম থেকে যত আমল করলাম সবই তো আরেকজনের কাছে চলে গেছে। আবার নতুন করে সব শুরু করতে হবে।
দয়া করে যদি বলতেন শরীয়ত এই বিষয়ে কি বলে তাহলে খুবই উপকার হতো