আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
শায়েখ, বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কাল্পনিক। এগুলো বাস্তবে হয় না আবার কিছু জিনিস আবিস্কার করা সম্ভব হয়নি কিন্তু এদের শুধু থিওরি বিদ্যমান। যেমনঃ কার্নো ইঞ্জিন এটি বাস্তবে তৈরি সম্ভব নয় কিন্তু এর মূলনীতি দিয়েই অন্যান্য বাস্তব ইঞ্জিন তৈরি হয়। বাস্তবে ব্যবহার যোগ্য নয় বলতে এটি সম্পূর্ণ সম্ভব নয় কিছু অংশ সম্ভব। আর এগুলো শেখানোর সময় বলেও দেয়া হয় কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক। এইসকল কিছু কাল্পনিক ব্যাপার ব্যাখা করা হয় অন্য কিছু বাস্তব বিষয় এর সাথে তুলনা করতে। যেমনঃ মনে করুন, 'আমার' এটা অবাস্তব একটা জিনিস কিন্তু এটা শেখানো হয় কিভাবে আ/ম/ র কে বাস্তবে ব্যবহার করা যায় বা কিভাবে আ/ ম/ র কতটুকু কাজের উপযুক্ত ইত্যাদি বোঝানো যায়।
প্রশ্ন হল৷ এগুলো শেখা শেখানো ব্যবহার নাজায়েজ হবে কি?