এমনিতে গায়ে নাপাকি লাগলে, তা কি টিস্যু দিয়ে মুছলে পাক হয়?
প্রস্রাব করার পর, প্রস্রাব যদি গড়িয়ে অন্য কোথাও লাগে, তা কি টিস্যু দিয়ে মুছলে পাক হবে?
কারও urine leak হওয়ার problem থাকলে,
এক ফোটা urine leak হয়ে যদি শুকিয়ে যায়,
পরে ঐ লোক প্রস্রাব করার পর সরাসরি টিস্যু দিয়ে পবিত্র হতে পারবে নাকি আগের এক ফোটা শুকিয়ে যাওয়াও অন্য নিয়ম যদিও নতুন প্রস্রাব আগের শুঁকনো প্রস্রাব কে ভিজিয়ে দেয়?