জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ وَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَاةً مَيِّتَةً أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنْ الصَّدَقَةِ فَقَالَ النَّبِيُّ هَلاَّ انْتَفَعْتُمْ بِجِلْدِهَا قَالُوا إِنَّهَا مَيْتَةٌ قَالَ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا
ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মায়মূনা (রাঃ) কর্তৃক আযাদকৃত জনৈক দাসীকে সদাকাহ স্বরূপ প্রদত্ত একটি বকরীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হও না কেন? তারা বললেনঃ এটা তো মৃত। তিনি বললেন, এটা কেবল ভক্ষণ হারাম করা হয়েছে।
(বুখারী শরীফ ১৪৯২.২২২১, ৫৫৩১, ৫৫৩২, মুসলিম ৩/২৭, হাঃ ৩৬৩, আহমাদ ২০০৩) (আধুনিক প্রকাশনীঃ ১৩৯৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৪০২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই /বোন,
প্রশ্নে উল্লেখিত হাদীসে রাসুলুল্লাহ সাঃ প্রানী মারা যাওয়ার পর তাকে দাফন করার আদেশ দেননি।
সুতরাং এক্ষেত্রে কোনো পাখি মারা গেলে তাকে দাফন করা জরুরি নয়।
তাকে (মানুষ কষ্ট পায়না,এমন কোনো স্থানের) কোথাও ফেলে দেওয়াও জায়েজ আছে।
তবে মানুষ কষ্ট পাওয়ার আশংকায় তাকে মাটিতে পুতে রাখাই ভালো।
প্রশ্নে উল্লেখিত ছুরতে পাখিটিকে যে বড় টবে গাছের নিছে চাপা দেওয়া হয়েছে,এটিতে দূর্গন্ধ ছড়ানোর আশংকা না থাকলে কোনো সমস্যা নেই।
জায়েজ আছে।
গাছের ক্ষতি হবে কিনা,বিষয়টি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের থেকে জেনে নিতে হবে।
তবে জানা মতে এতে গাছে ক্ষতি নেই।