আমি এক বেসরকারি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছি। প্রতি বছর ইনকাম ট্যাক্স বাবদ সরকারি হিসাব অনুযায়ী আমার বেতন থেকে প্রতি মাসে টাকা কেটে রাখে যেইটা কোম্পানি নিজে সরকারি কোষাগার এ জমা করে। এবং বছর শেষে ইনকাম ট্যাক্স রিটার্ন আমার নিজেকে জমা দিতে হয় আমার কর অঞ্চলে। সরকারের কিছু খাত আছে যেখানে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু খাত যেখানে আমার মত বেসরকারি চাকুরিজীবি বিনিয়োগ করতে পারে তা হল সঞ্চয় পত্র, লাইফ ইন্সুরেন্স প্রিমিয়ার, বেসরকারি পেনশনার প্ল্যান, শেয়ারবাজার, সরকারি ট্রেজারী বন্ড। এগুলোর মধ্যে শেয়ারবাজার এ বিনিয়োগ যদিও কিছু ইখতিলাফ আছে, তবুও খুবি ঝুকিপূর্ণ এবং সময় সাপেক্ষ, অনেক সময় অহেতুক সময় ব্যয় করতে হয় খোজ খবর রাখার জন্য। কিন্তু এই খাত ছাড়া অন্য যেই খাত গুলো আছে সেইখানে কম বেশি সুদের সংমিশ্রণ আছে। এখন আমি যদি এই নিয়ত এ সঞ্চয় পত্র, ইন্সুরেন্স অথবা বন্ড এ ইনভেস্ট করি যে, এই খান থেকে কোন সুদ আসলে আমি কোনো সওয়াব এর আশা ছাড়াই সাদাকা করে দিব, তাহলে আমার এই ধরনের বিনিয়োগ সহি হবে কিনা। এই ধরনের বিনিয়োগ করলে আমার প্রতি মাসে অনেকগুলো টাকা সরকার থেকে কর রেয়াত হিসাবে পাব যা আমার পরিবারের পিছনে খরচ করতে পারব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।