আসসালামু 'আলাইকুম। আমার স্কুলের র‍্যাগ ডে অনুষ্ঠানের জন্য আমি কোনো টাকা দেইনি, কারন এখানে গান বাজনার জন্য যে সাউন্ডবক্স আনা হবে সেটাও আমার টাকা থেকেই হবে।
কিন্তু আমাদের স্কুল গার্লস স্কুল..সেখানে প্রথমে গিয়ে কিছুক্ষন কথাবার্তা হয়,টিশার্ট এ লিখালিখি হয়,তারপর খাওয়াদাওয়া হয়,তারপর টিচার রা অডিটোরিয়াম এ বক্তব্য দেয় এবং সবশেষে নাচ গান হয়...
এখন আমাদের স্কুলে এসএসসির পর এই র‍্যাগ ডে হতে যাচ্ছে..মানে ওটাই শেষ দিন হবে।।এজন্য এখন আমি ভেবেছিলাম শুধু প্রথম দিকে গিয়ে বান্ধুবি দের সাথে দেখাসাক্ষাৎ করে বিদায় দিয়ে চলে আসব।
(টিশার্ট তো নেই
নি,যেহেতু টাকাও দেইনি, টিশার্ট সেজন্য পড়বোনা,খাওয়াও সেজন্য পাবোনা,আর অডিটোরিয়াম এও ঢুকবনা..কারন সেখানের রুম এর ডেকোরেশন এ যে টাকা ব্যয় হয়েছে সেগুলো আমি উপভোগ করলে তো ওদের হক নষ্ট হতেও পারে,তাছাড়া অডিটোরিয়াম এ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে,সেজন্য আমি অডিটোরিয়াম এও ঢুকব না)
মোটকথা আমি শুধু সবার সাথে একটু দেখা করে বিদায় দিয়েই চলে আসব তাড়াতাড়ি.. কিন্তু সেটাও কি হারাম হবে???