আসসালামু আলাইকুম,,
বন্ধকী জমির ফসল ফলানো এবং খাওয়া সম্পর্কে জানার বিষয়ে,,,
প্রশ্ন-১ঃ- গ্রামাঞ্চলে নির্দিষ্ট টাকার মাধ্যেম জমি বন্ধকী নিয়ে, জমির মালিক বন্ধকীর সেই টাকা পরিশোধের আগ পর্যন্ত বন্ধকী গ্রহীতা সেই জমিতে ফসল ফলানো কি সুদের অন্তর্ভুক্ত??
প্রশ্ন ২ঃ- ১নং প্রশ্নে উল্লেখিত সিস্টেমে বাবার নেওয়া বন্ধকী জমির চাষের ফসলাদি উপার্জনক্ষম এবং উপার্জন করতে সক্ষম নয় উভয় সন্তানদের খাওয়ার হুকুম কি??
প্রশ্ন ৩ঃ- ১নং প্রশ্নে উল্লেখিত জমির ফসল সুদ হলে এই জমিতে ফলানো ধানের চাল,,মরিচ,,এবং পিয়াস,রসুন,ইত্যাদি, ফসল ফলানোর সাথে সাথেই ঘরে খাওয়ার জন্য তৈরি করা হয়েছিলো তাহলে এখন এই উৎপাদিত ফসলগুলো খাওয়ার হুকুম কি হতে পারে,,,??