আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
207 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম,

আমি স্বপনে দেখেছি, আমি কাককে মেরে ফেলেছি কারন সেটি আমাকে  বিরক্ত করছিলো দূর থেকে এবং হয়তো আমি রান্না ঘরে ছিলাম। কাকটিও রান্না ঘরে প্রবেশ করতে চায় তাই আমি তাকে দূর থেকেই কিছু একটা নিক্ষেপ করি সেটি মারা যায়। এর অর্থ কি?  এবং আমি গর্ভবতি তাই খুব চিন্তায় আছি।

এবং এই অবস্থার প্রাথমিক দিকে আমি আরেকটি স্বপন দেখেছিলাম যেখানে অনেক বন্যার পানিতে অনেকগুলো সাপ ছিলো।  কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না আমার কাছের কেও হয়তো নিজেই ধরে ধরে সাপ গুলো সরিয়ে দিচ্ছিলেন যাতে করে আমি সহজে অতিক্রম করতে পারি।

1 Answer

0 votes
by (57,120 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব ,

হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন,

سٍ، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ».

নবী কারীম সাঃ বলেছেন মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।তিরমিযি হাদীস নং ২২৭৮।

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

স্বপ্নে কাক দেখার অর্থ হল, আপনার সাথে কেউ গাদ্দারি করবে, এবং গাদ্দারি করার দরুণ তার অপকর্ম আপনার সামনে প্রকাশ হয়ে যাবে, অতঃপর তার সাথে আপনার মনোমানিল্য হবে। মোট কথা স্বপ্নে কাক বা সাপ দেখা শুভণীয় কিছু নয়। বরং অশুভণীয়।বিধায় আপনি নিয়মিত নামায পড়বেন এবং সমার্থ্যানুযী আপনি সদাকাহ করবেন। আরো বেশী বেশী  ইস্তেগফার পড়বেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...