জবাব
بسم الله الرحمن الرحيم
মহিলাদের হায়েজ অবস্থায় কুরআন শরিফ তিলাওয়াত করা জায়েজ নেই।
,
হায়েজ,নেফাস,গোসল ফরজ থাকা অবস্থায় কুরআনে কারীম পড়া নাজায়েজ ।
عن ابن عمر : عن النبي صلى الله عليه و سلم قال لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن (سنن الترمذى، ابواب الطهارات، باب ما جاء في الجنب والحائض : أنهما لا يقرأن القرآن، رقم الحديث-131
অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-ঋতুবতী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন পড়বে না।
(সুনানে তিরমিযী, হাদীস নং-১৩১,
সুনানে দারেমী, হাদীস নং-৯৯১,
মুসনাদুর রাবী, হাদীস নং-১১,
মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১০৯০,
মুসন্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৮২৩)
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনোভাবেই উক্ত প্রতিযোগিতায় কুর'আন তিলাওয়াত করা যাবেনা।
তাই নাম প্রত্যহার করতে হবে,নতুবা অনুপস্থিত থাকতে হবে।
,
হায়েজ অবস্থায় ভেঙ্গে তিলাওয়াতের এক ধরনের অনুমতি কিছু স্কলারগন প্রদান করেছেন।
এ সংক্রান্ত জানুনঃ-
তবে সেভাবে প্রতিযোগিতায় কোনো ভাবেই পড়া সম্ভব হবেনা।
তাই প্রশ্নে উল্লেখিত প্রতিযোগিতায় তার জন্য কোনো ভাবেই কুরআন তিলাওয়াত জায়েজ হবেনা।