ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
সালাতুল দুহা/তাহাজ্জুদ এর ওয়াক্তে অন্য নিয়তে নামাজ পড়লে যেমন সালাতুল হাজত,সালাতুত তওবা,উমরী কাজা পড়লে, সালাতুল দুহা /তাহাজ্জুদ নামাজের ফযিলত হাসিল হবে না। বরং এ সময়ে তাহাজ্জুদ বা দুহার নিয়তেই নামায পড়তে হবে।
সালাতুত দুহার সময়ে ২ রাকাত সালাতুল হাজত পড়লে, সালাতুল দুহা আদায় হবে না। বরং তখন দুহার নামাযই পড়তে হবে।
ফরয নামাজের পর সুন্নত নামাজের স্থলে যদি কেউ সালাতুত হাজত/ইস্তিখারার নামাজ পরে তবে সুন্নত আদায় হবে না।
সালাতুদ দোহা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1929
প্রতি ওয়াক্তের সাথে এক ওয়াক্ত কাযা নামায পড়ার পরামর্শ উলামায়ে কেরাম দিয়ে থাকেন। সুতরাং আপনি প্রতি ওয়াক্তের নামাযের সাথে ঐ ওয়াক্তের কাযা নামায পড়ে নিবেন।আল্লাহ না করুক, যদি এই মুহূর্তে আপনার মৃত্যু চলে আসে, তাহলে আপনি ক্ষমাপ্রাপ্ত হবেন। যেহেতু সম্পূর্ণ পড়ার নিয়ত আপনার ছিল।