কেবল কুরআন ও সহিহ হাদিসের আলোকে উত্তর দিবেন।দয়া করে কোনো মাজহাবের কিতাব, ফতোয়ার কিতাব থেকে উত্তর দিবেন না। মাজহাবের কিতাবের রেফারেন্সও দিবেন না।অনুরোধ করে বলছি।
১/ খাবার প্লেট,বাটি, পানির মগ,গোসলের মগ,বালতি রান্নার ব্যবহৃত জিনিসপত্র,হারি, পাতিল,চামচ,দৈনন্দিন জিনিস,প্রসাধনীর ডিব্বা, সাধারন ডিব্বা,ঢাকনা জুতা, এগুলোতে নাপাক লাগলে ৩ বার ধোয়ার পর কী শুকাতে হবে।নাকি ধোয়ার পর যে ভিজা থাকে সেই ভিজা অবস্থায় ব্যবহার করা যাবে।
২/ শুকনো থেকে কী নাপাকি ছড়ায়
৩/ রাস্তার ধুলা সাধারন অবস্থায় কী পাক।সেখানে পানি পড়ে ছিটা আসলে কী নাপাক হবে।
৪/ পবিত্রতার বিষয়ে শুধু সন্দেহ কোনো নিশ্চিত হওয়া ছাড়া একদম নিজ চোখে দেখা ছাড়া। এসব কী ওয়াসওয়াসা
৫/ মশার রক্ত কী নাপাক।যেকোন পোকা পানিতে মরা থাকলে কী পানি নাপাক।
৬/ মসজিদ থেকে আসছিলাম।টুপি হাত দিয়ে দেখি টুপির উপর কোনায় হাত দিয়ে দেখি কেমন যেন একটা বুকের কফ যেমন থাকে তেমন কস কস বিজা লাগল।বাসায় এসে মাকে দেখালাম মা বলল কোনো গন্ধ আসছে না। এখন এই ভিাজাকে কী নাপাক ধরব।বাসয় এসে অনে কিছু ধরে ফেলেছি।