কেবলমাত্র কুরআন ও সহিহ হাদিস থেকে উত্তর দিবেন।কোনো ফতোয়ার কিতাব থেকে নয়।
১/ খাবার প্লেট,বাটি, পানির মগ,গোসলের মগ,বালতি রান্নার ব্যবহৃত জিনিসপত্র,হারি, পাতিল,চামচ,দৈনন্দিন জিনিস,প্রসাধনীর ডিব্বা, সাধারন ডিব্বা,ঢাকনা জুতা, এগুলোতে নাপাক লাগলে ৩ বার ধোয়ার পর কী শুকাতে হবে।নাকি ধোয়ার পর যে ভিজা থাকে সেই ভিজা অবস্থায় ব্যবহার করা যাবে।
২/ শুকনো থেকে কী নাপাকি ছড়ায়
৩/ রাস্তার ধুলা সাধারন অবস্থায় কী পাক।সেখানে পানি পড়ে ছিটা আসলে কী নাপাক হবে।
৪/ পবিত্রতার বিষয়ে শুধু সন্দেহ কোনো নিশ্চিত হওয়া ছাড়া একদম নিজ চোখে দেখা ছাড়া। এসব কী ওয়াসওয়াসা।
জাযাকুমুল্লাহ