بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ
আসসালামু'আলাইকুম মুহতারাম,
মসজিদে সালাত আদায় কালে আমার পাশের এক মুসল্লির মোবাইলে ফোনে কল আসায় তিনি সালাত ছেড়ে ফোন কল কেটে আবার তাকবীর দিয়ে হাত বেঁধেছিলেন। এটা কি ঠিক করেছিলেন? উল্লেখ্য এটা জামা'আতের প্রথম রাকাত ছিল। অর্থাৎ, তিনি প্রথম রাকাতে এরকম করেছিলেন।