বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
পানি সাধারণত পাক।যতক্ষণ না উক্ত পানি সম্পর্কে নাপাকির পূর্ণ ইয়াকিন বিশ্বাস হচ্ছে। সুতরাং নাপাকি সম্পর্কে নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত পানি পাক ও পবিত্র বলেই বিবেচিত হবে।
(২)
যদি সম্ভব হয় তাহলে সতর্কতামূলক কাপড় পাল্টিয়ে নামায পড়বেন।যদি সম্ভব না হয়, তাহলে আপনি উক্ত কাপড় পরিহিত অবস্থায় ও নামায পড়তে পারবেন।কেননা উক্ত পানি নাপাক হওয়া সম্পর্কে নিশ্চিত নয়।
(৩)
যদি তাতে চুষে নেওয়ার যোগ্যতা থাকে, তাহলে শুকানোর দ্বারাই পবিত্র হয়ে যাবে।নতুবা ধৌত করতে হবে।
(৪)
চুষে নেওয়ার যোগ্যতা না থাকলে, দেয়ালকে পাকপবিত্র পানি দ্বারা ধৌত করতে হবে বা মুছে দিতে হবে।