আসসালামু আলাইকুম হুজুর,, আপনাকে আবারও বিরক্ত করার জন্য,আসলে প্রশ্ন টা আমি হয়তো বুঝিয়ে করতে পারিনি,আমি একট ু বিস্তারিত বলছি,একবার ঝগরা করে রেগে আমার স্বামী বলে যদি তুমি আর কখনো ছেলেদের কে নিয়ে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে মিথ্যে বল তাহলে আমাদের relation শেষ,সে আমাক তখনই শেষ এরকম বলেনি,আর সে বলেছে সে কোন নিয়ত করেনি,আমি বুঝতে পারিনি বলে বার বার বলছিলাম তুমি আমাক দিয়ে দিছ,তখন সে রেগে বলে আমি কখন দিলাম,আমি বুঝাতে চাইছিলাম ভবিষ্যতে দিব,এগুলা সে কসম করে বলেছে যে সে কোন নিয়ত করেনি,পরে আমি তাকে না বুঝে বার বার বলছিলাম বলে সে বিরক্ত হয়ে বলে তুমি যদি মনে কর তালাক তাহলে তালাক এ যাও,মানে তুমি যদি মনে কর কেনায়া শব্দ দিয়ে তালাক হয়েছে তাহলে তালাক,সে এটাই বোঝাতে চাইছে,এটাও বলছিল যে কিন্তু আমি তোমাক তালাক দেইনি,মানে কেনায়া শব্দ দিয়ে,এখন সে যে বলেছে তুমি যদি মনে কর তালাক তাহলে তালাক,যদি এগুলা দিয়ে তালাক হয় হইলে তালাক,নিচের শব্দগুলা দিয়ে কি কিছু হবে?তাকে এই বেপারটা জিগ্যেস করলে সে বলে আমি তোমাক বুঝাতে চাইছিলাম তুমি যা ইচ্ছে মনে কর গিয়ে,কিন্তু আমি দেইনি,