আসসালামু আলাইকুম শায়েখ।
১. দেশে যে বড় বড় অপরাধী ধরা পড়ে, তাদের সম্পর্কে নতুন কোনো অপরাধের তথ্য কিংবা তাদের অপরাধ নিয়ে অন্যকে বলা যাবে কি? এতে কি গীবত হবে? যদি এসব অপরাধীদের শাস্তির বিষয়ে জেনে কারো সামনে সন্তোষ প্রকাশ করি তবে কি গুনাহ হবে??
২. অনেক সময় এমন অবস্থা হয় যে কোনো কাজ করছি এবং নিজেকে সামলে নেয়ার আগেই কেউ এসে কারো সম্পর্কে গীবত করে দিল। যেহেতু গীবত শুনাও হারাম। এক্ষেত্রে আমার গুনাহ হবে কি?
৩. যদি কোনো মা তার সন্তানকে কোনো আত্মীয় বা বন্ধুর অনিষ্ট থেকে সতর্ক করার জন্য তার কোনো দোষ সম্পর্কে বলে তা কি গীবত হবে?
৪. যদি মা তার সন্তানকে কারো দোষ সম্পর্কে বলতে চায় এবং সন্তান প্রত্যাখ্যান করলে মা কষ্ট পায়। তখন সন্তানের করণীয় কি?
জাযাকাল্লাহ খায়ের শায়েখ।