আসালামুয়ালাইকুম।
আমি জানি যে ওয়াক্ত থাকা সত্বেও বায়ু চেপে রেখে নামাজ আদায় করা মাকরূহ। এক্ষেত্রে যদি কারো ইদানিং ওযু করার পরপর এ প্রায় প্রতিবার e বায়ুর হালকা চাপ আসে কিন্তু সেটা বের হওয়ার পর্যায় হয় না। নামাজ এর মাঝেও 3 4 সেকেন্ড এর জন্যে এমন চাপ আসে এবং পরবর্তী তে সাথেই সাথেই আর থাকেনা। এমতাবস্থায় কি নামাজ কন্টিনিউ করলে মাকরূহ হচ্ছে? পুরো সময় আর চাপ থাকেনা বেশিরভাগ সময় একবার খুব কম দিন দুই বার এমন হয় নামাজ এ। দয়া করে জানাবেন।