আসসালামু আলাইকুম
আমি কিছু পণ্য ক্রয় করতে চাই। পণ্যগুলোও হালাল, যারা বিক্রি করছে তারাও মুসলিম। তারা একটি অফার দিয়েছে মোট ৫০০ টাকার বেশি পণ্য ক্রয় করলে সাথে আরেকটি আকর্ষণীয় পণ্য ফ্রি, যার একার বাজার মূল্যই প্রায় ২৫০ টাকা। এখন আমি যদি এই ৫০০ টাকা মেলানোর জন্য ২০০ টাকার পণ্য আমি ক্রয় করি এবং বাকি ৩০০ টাকার পণ্য আমার বন্ধুকে কিনতে দেই অর্থাৎ দুজনে মিলে ৫০০ টাকার বাজার করি, আকর্ষণীয় পণ্যটি গ্রহণ করা আমার জন্য হালাল হবে? উল্লেখ্য ফ্রি দেওয়া পণ্যটি কেবল একজন গ্রহণ করতে পারবে। যদি এভাবে হালাল না হয়, আমি যদি সম্পূর্ণ ৫০০ টাকার পণ্য নিজের টাকায় কিনে এনে সেখান থেকে ৩০০ টাকার পণ্য আমার বন্ধুর কাছে বিক্রি করি এবং ফ্রি পণ্যটিও আমি রেখে দেই তাহলে কি আমার জন্য হালাল হবে?